• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের অবৈধ অনুপ্রবেশ, নদিয়া থেকে ধৃত দুই বাংলাদেশি

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছিল। তবে তাদের ভারত প্রবেশের আসল কারণ স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র

ফের ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। জানা গিয়েছে, ওই দুই যুবককে ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই যুবক স্বীকার করেন, কয়েক মাস আগে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং কিছুদিনের মধ্যে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম হাসিফ শেখ (৩২) এবং আমিনুর শেখ (২৫)। তাদের দু’জনের বাড়িই বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নল পাতুয়া এলাকায়। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল এবং এতদিন কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছিল। তবে তাদের ভারত প্রবেশের আসল কারণ স্পষ্ট নয়। পুলিশের সন্দেহ, তারা কোনও চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে, যারা অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে। তাদের কাছে কোনও জাল নথিপত্র আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement