• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাঙড় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান কর্মীদের

বিগত কয়েক সপ্তাহ ধরে ভাঙড় বিধানসভার একাধিক এলাকায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

ফাইল ছবি

নতুন বছর বড় ভাঙন আইএসএফে। ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে দলবদল করেন তাঁরা। ওইদিন ভাঙড়-২ ব্লকের জয়পুরে একটি কর্মীসভা করেন শওকত। তৃণমূল বিধায়কের মতে, এই দলত্যাগ প্রমাণ করছে যে, ভাঙড়ের মানুষ উন্নয়ন চান, সংঘর্ষ নয়।

বিগত কয়েক সপ্তাহ ধরে ভাঙড় বিধানসভার একাধিক এলাকায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, তৃণমূলের ছেলেরা আবারও আজ ঘরে ফিরছে। দলের সকলের সঙ্গে সমন্বয়ে রেখে তারা কাজ করবে। আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে সকলকে আইএসএফ ছেড়ে তৃণমূলে আসার আহ্বান করছি

Advertisement

যদিও এই দলবদলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আইএসএফ নেতৃত্ব। আইএসএফের জেলা পরিষদের সদস্য রাইনুর হক তৃণমূলকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, লোক দেখানো জয়েনিং করিয়ে আমাদের কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। ভয় দেখিয়ে তৃণমূল ভাঙড় দখল করতে পারবে না।

Advertisement

আইএসএফ ভাঙড়ে সফলভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে দাবি করেন রাইনুর হক। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তৃণমূল বিরোধীতা পর থেকে সরবে না আইএসএফ। রাইনুর হক বলেন, গত কয়েক মাস ধরে ভাঙড়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আইএসএফ। তাই রাজনৈতিক চাপে পড়ে তৃণমূল এখন আইএসএফ কর্মীদের ভাঙাতে চাইছে। তবে সাধারণ মানুষ সব দেখছে এবং সঠিক সময়ে তার জবাব দেবে।

Advertisement