ট্রেনের ফাঁকা কামরায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। আর তা ঘিরেই সরগরম মুম্বইয়ের বান্দ্রা স্টেশন। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। কেন ওই মহিলা গভীর রাতে ওই ফাঁকা ট্রেনের কামরায় উঠেছিলেন, তাঁর সঙ্গে আর কেউ ছিলেন কি না, সবটা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মাঝবয়সি ওই মহিলা এবং তাঁর সন্তান শনিবার রাতের একটি ট্রেনে বান্দ্রা স্টেশনে পৌঁছন। প্ল্যাটফর্মের অন্য দিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেটিতে তখন কোনও যাত্রী ছিলেন না। মহিলা ওই ফাঁকা ট্রেনটিতে ওঠেন। সেই সময় ওই দ্বিতীয় ট্রেনে এক কুলি ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না। মহিলাকে একা পেয়ে তাঁর উপর চড়াও হন অভিযুক্ত কুলি। ধর্ষণ করে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ।
Advertisement
বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। প্ল্যাটফর্ম এবং বাকি স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত কুলিকে চিহ্নিত করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কুলির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে মহিলার সন্তান সে সময়ে কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা মহিলা ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা-ও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



