সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন অনুষ্ঠান মঞ্চেই। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। অনুষ্ঠানের পর শিল্পীর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। ঘটনার পর ওইদিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল শিল্পী মোনালি ঠাকুরের। মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ে দিনহাটায় হাজির হন মোনালি। সেখানে দর্শকদের গানে মাতিয়ে দিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ফলে গান শেষ হওয়ার পরপরই তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
উল্লেখ্য, এবার পরপর অনেকগুলো অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গায়িকা মোনালি। গত সপ্তাহে নারায়ণ গোস্বামীর বিধানসভা এলাকা অশোকনগরের একটি অনুষ্ঠানেও গান করেন তিনি। শীতের মরশুমে এতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণের পর কোনোভাবে তাঁর বুকে ঠান্ডা লেগে যায়। অনেকের ধারনা সেই ধকল সামলাতে না পেরেই তিনি শ্বাসকষ্টজনিত অসুবিধায় পড়েন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
Advertisement
এদিকে অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Advertisement



