• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডেনের নিরাপত্তা পর্যালোচনায় সিপি

দর্শকদের প্রবেশ প্রক্রিয়ার সময় কী ধরনের নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তা নিয়ে তিনি সিনিয়র আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ফাইল চিত্র

বুধবার ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচকে ঘিরে ইডেন গার্ডেন স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে মঙ্গলবার উপস্থিত হন কলকাতা পুলিশের কমিশনার (সিপি) মনোজ বর্মা।

মাঠের নিরাপত্তা পর্যবেক্ষণের সময় সিপি খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে দর্শকদের মাঠে প্রবেশের প্রতিটি ধাপ বিশদে পরীক্ষা করেন। দর্শকদের প্রবেশ প্রক্রিয়ার সময় কী ধরনের নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তা নিয়ে তিনি সিনিয়র আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

Advertisement

খেলোয়াড়দের জন্য নির্ধারিত ড্রেসিং রুমেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিপি। তিনি স্টেডিয়ামের ভেতরে ও বাইরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা এবং তাদের নিয়োগের স্থান সম্পর্কে খোঁজ নেন।

Advertisement

পরিদর্শনের শেষে সিপি নিরাপত্তা দায়িত্বে থাকা সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বিশেষভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা যাচাইয়ের ওপর জোর দেন। কোনো সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সিপি মনোজ বর্মার এই পরিদর্শনের সময় কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। ম্যাচের দিন নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক সিনিয়র আধিকারিক।

Advertisement