উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি বহুতলে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে মৃত্যু হলো একই পরিবারের চার জনের। রবিবার সকালে গাজ়িয়াবাদের ৪ তলা বাড়ির ৩ তলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। খুব পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। ছুটে আসে পুলিশও। কিন্তু ততক্ষণে বাড়ির অনেকটা অংশই আগুনের গ্রাসে চলে গিয়েছিলো ।
পুলিশ সূত্রে খবর, সকাল সওয়া ৭টা নাগাদ তাঁদের কাছে খবর আসে লোনি এলাকার কাঞ্চন পার্কের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। সেখানে গিয়ে তারা দেখেন, গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছে। বাড়ির তিন তলায় এক মহিলা ৩ সন্তানকে নিয়ে থাকতেন। বাড়ির দোতলায় একটি পোশাকের কারখানা ছিলো। প্রাথমিক ভাবে পুলিশ এবং দমকলের সন্দেহ, ওই কারখানাতেই আগুন লাগে। তার পর সেই আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ে। সেই সময় তিন তলায় সন্তানদের নিয়ে ঘুমোচ্ছিলেন ওই মহিলা। আগুন ছ়়ড়িয়ে পড়তেই মহিলা এবং তাঁর তিন সন্তান আটকে পড়েন। স্থানীয়েরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুন বেশি থাকায় উদ্ধার করতে পারেননি তাঁরা।
Advertisement
তবে বাড়ির এক তলায় যাঁরা ছিলেন তাঁদের উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদের কয়েক জন আগুনে ঝলসে আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট হয়নি।
Advertisement
Advertisement



