• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সোশাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার এক

সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান লেখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশ।

প্রতীকী চিত্র

সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশ। অভিযোগ, বেরিলির এক যুবক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেশবিরোধী স্লোগান সম্বলিত একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ এই বিষয়ে আপত্তি জানায়। বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম ইমরান (২৫)। সে নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। ইন্সপেক্টর রাজকুমার শর্মা বলেন, পুলিশ তথ্য পেয়েছে যে ইমরান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। এরপর পুরো বিষয়টি তদন্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয়ে যায়।

Advertisement

প্রথমে, এই পোস্টের কমেন্ট বক্সে থাকা লোকেরা পোস্টটি মুছে ফেলার এবং ক্ষমা চাওয়ার কথা বলে। কিন্তু তা করেনি ইমরান। এরপর গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। যেহেতু বিষয়টি গুরুতর ছিল, তাই প্রশাসনও অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

Advertisement

কয়েক মাস আগে মধ্যপ্রদেশেও একই রকম ঘটনা দেখা গিয়েছিল। সে-রাজ্যের রাজধানী ভোপালে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য এক যুবককে সাজা দেওয়া হয়েছে। আদালত স্লোগান উত্থাপনকারী মহম্মদ ফয়জলকে প্রতি মাসের প্রথম এবং চতুর্থ মঙ্গলবার থানায় হাজিরা দিতে বলেছে। থানায় তাকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement