• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সাহানার প্রথম একক রবীন্দ্রসঙ্গীত

সম্প্রতি এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে, মুম্বই নিবাসী কিশোরী সাহানা সোমের রবীন্দ্রসঙ্গীতের প্রথম একক অনুষ্ঠান হয়ে গেল বিড়লা আকাদেমি সভাগৃহে।

সম্প্রতি এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে, মুম্বই নিবাসী কিশোরী সাহানা সোমের রবীন্দ্রসঙ্গীতের প্রথম একক অনুষ্ঠান হয়ে গেল বিড়লা আকাদেমি সভাগৃহে। সঙ্গীতের প্রতি তাঁর গভীর আগ্রহ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনার প্রতি তাঁর প্রতিভা প্রদর্শন করেন শিল্পী। বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত এই একক অনুষ্ঠানে সাহানার সঙ্গীত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। তিনি গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোজ মুরলি নায়ারের সঙ্গে যাঁর রবীন্দ্র সঙ্গীতের প্রাণময় পরিবেশনা সুরে ভরিয়ে তুলেছিল।

এদিনের সন্ধ্যাটি সঙ্গীতের অপূর্ব সুরে পরিপূর্ণ ছিল, কারণ সাহানা তাঁর গুরুর উপস্থিতিতে, সুন্দরভাবে রবীন্দ্রনাথের কিছু প্রিয় গান পরিবেশন করেন। তাঁর সুরেলা কণ্ঠ এবং নিখুঁত পরিবেশনা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। বিষণ্ণতা থেকে প্রাণবন্ত পরিবেশনা পর্যন্ত, তাঁর গান ছিল আবেগ এবং কৌশলের মিশ্রণ, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

Advertisement

উল্লেখযোগ্য গানের মধ্যে চরণ ধরিতে দিয়ো গো আমারে, নয় নয় এ মধুর খেলা, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, রাখো রাখো রে জীবনে। ‘এই পরিবেশনা আমাকে মনোজ স্যরের সঙ্গে গান গাওয়ার সুযোগ দিয়েছে। এটি আমার জন্য একটি আশীর্বাদ এবং স্বপ্ন পূরণের মুহূর্ত’— সাহানা বলেন।

Advertisement

Advertisement