• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জেলবন্দির বাড়ির সামনে থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার

উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ জাল নোট। এখন প্রশ্ন, তাহলে কি জেলের ভিতরে বসেই জাল নোট চক্র চালাচ্ছে রুবেল? উত্তর খুঁজছেন পুলিশকর্তারা।

জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী। অন্যদিকে তার বাড়ির সামনে থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণে জাল নোট। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদহের বৈষ্ণবনগর থানার এলাকা থেকে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কুম্ভীরা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫০০ এবং ২০০ টাকার জাল নোট।

পুলিশ সূত্রে খবর, মালদহের কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ জাল নোট। এখন প্রশ্ন, তাহলে কি জেলের ভিতরে বসেই জাল নোট চক্র চালাচ্ছে রুবেল? উত্তর খুঁজছেন পুলিশকর্তারা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কুম্ভীরা থানায় গোপন সূত্রে খবর যায় খোসালপাড়া এলাকায় রুবেলের বাড়ির সামনে জাল নোট মজুত করা হচ্ছে। সেই মতো অভিযান চালাতেই মেলে সাফল্য। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিলেই জাল নোটের কারবারের অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল মালদহেরই এক যুবককে। নগদ ৯৫ হাজার টাকার জাল নোটসহ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সেই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় জাল ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল।

Advertisement

Advertisement