• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মালদহে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার দুই

বৃহস্পতিবার গভীর রাতে মালদহ জেলার চকদেওনাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় মুদ্রা

মালদহে জালনোটের রমরমা কারবারের ছক ভেস্তে দিল বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার হল ২ লক্ষ টাকার জালনোট। বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আবদুর রহিম এবং রহিম শেখ। ধৃতদের নাম আবদুর রহিম এবং রহিম শেখ। তাদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। সমস্ত নোটগুলিই ৫০০ টাকার বলে জানা গিয়েছে। যে এলাকা থেকে জালনোট উদ্ধার হয়েছে, সেখান থেকে ভারত–বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জালনোটগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল নাকি সেগুলি বাংলাদেশের পাচারের ছক করা হয়েছিল, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, বিপুল পরিমাণ জালনোট নিয়ে ঘোরাফেরা করছে দু’জন। বৃহস্পতিবার রাতে চকদেওনাপুর স্ট্যান্ডের কাছে ওই দু’জন হাজির হয়। সেখান থেকে গাড়ি করে তাদের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেখানে হাজির হন পুলিশকর্মীরা। হাতেনাতে দু’‌জনকে জাল নোট সহ গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Advertisement

Advertisement