• facebook
  • twitter
Monday, 8 December, 2025

তরুণীকে পাচারের চেষ্টা, উদ্ধার বনগাঁয়

মেয়েকে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাটা মোড় এলাকায় এক তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে হোটেলে আনার পর তাঁকে আটকে রেখে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করেছে।

শিমুলতলা এলাকার এক ব্যক্তি বনগাঁ থানায় অভিযোগ করেন, তার ১৯ বছরের মেয়েকে কাজের প্রস্তাব দিয়ে সীমান্তবর্তী একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। মেয়েকে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

Advertisement

রবিবার রাতে হোটেলে অভিযান চালিয়ে একটি ঘর থেকে তরুণীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

Advertisement