• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

বিচারককে হেনস্থা, দোষী সাব্যস্ত ৭ আইনজীবী

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সাত জন আইনজীবীকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা হাইকোর্ট।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সাত জন আইনজীবীকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না। পরবর্তীকালে দোষীরা এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লে সেই মামলার সঙ্গে নতুন মামলাটিকে যুক্ত করে ওই আইনজীবীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থা করবে হাইকোর্ট প্রশাসন।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে সাত জন আইনজীবীর বিরুদ্ধে। একজন ল ক্লার্কের মৃত্যুতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন ল ক্লার্ক ও আইনজীবীরা। কিন্তু তা সত্ত্বেও ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে মামলা চালাচ্ছিলেন বিচারক সোমা চক্রবর্তী। আইনজীবী পায়েল রায় এজলাসে সওয়াল করছিলেন। সেই সময় এজলাস কক্ষে ঢুকে আইনজীবীরা চিৎকার শুরু করেন। যৌথ বারের রেজোলিউশন কপি আদালতে পাঠানো সত্ত্বেও কেন মামলা চলছে সেই প্রশ্ন তোলেন তাঁরা। এই অভিযোগে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা। এই নিয়ে তাঁরা বিচারক সোমার সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। এরপরই অসুস্থ হয়ে পড়েন সোমা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই মামলায় সাত জন আইনজীবীকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা হাইকোর্ট।

Advertisement

Advertisement

Advertisement