• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কঙ্কালটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর থানারোগলা পঞ্চায়েতের হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রতীকী চিত্র

মানব শরীরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। রবিবার সকালে কঙ্কালটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার গোগলা গ্রামের হনুমান মন্দিরের পেছনে। তিন দিন আগে পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় মানব শরীরের একটি পায়ের হাড় উদ্ধার হয়। হাড়টি কার সেই রহস্য উদঘাটন এখনও হয়নি। এরই মধ্যে রবিবার সকালে উদ্ধার হল একটি মানব শরীরের কঙ্কাল। কঙ্কালটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর থানারোগলা পঞ্চায়েতের হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে। কঙ্কালটি মানব শরীরের বলেই ধারণা প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রে জানা গেছে গোগলার বনগ্রাম বাগদি পাড়া এলাকার এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন, তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি। এদিন উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর কিনা সে নিয়ে ছড়িয়েছে জল্পনা।

Advertisement

Advertisement

Advertisement