• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন পুলিশকর্মী

শুক্রবার রাতে হাবড়ার অশোকনগরে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযুক্ত আবদুল হাইকে (৬১) গ্রেপ্তার করে।

প্রতীকী চিত্র

সর্ষের মধ্যেই ভূত! জাল পাসপোর্ট মামলায় এবার গ্রেপ্তার এক প্রাক্তন সাব-ইন্সপেক্টর। শুক্রবার রাতে হাবড়ার অশোকনগরে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযুক্ত আবদুল হাইকে (৬১) গ্রেপ্তার করে। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে চাকরি থেকে অবসর নেয় আবদুল। আবদুল হাই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে কর্মরত ছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, তিনি ১৫০টি জাল পাসপোর্টের মধ্যে ৫২টির তদন্তকারী অফিসার হিসেবে কাজ করেছিল। সেই সূত্রে চক্রের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। অভিযোগ, আবদুল পাসপোর্ট জালিয়াতিতে চক্রের অন্যান্য সদস্যদের সাহায্য করত। শুধু তাই নয়, প্রতিটি পাসপোর্ট জাল করার জন্য অভিযুক্ত ২৫ হাজার টাকা নিত বলেও জানা গিয়েছে।

Advertisement

তদন্তে আরও উঠে এসেছে, অভিযুক্ত আবদুল হাই পাসপোর্ট জালিয়াতি মামলার অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রেখে চলত। উল্লেখযোগ্যভাবে, বেহালার এক ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট ও নকল আধার কার্ড তৈরির কারবারও চলত। এর আগে এই চক্রের মূল হোতা মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, তাদের জেরার ভিত্তিতেই নদিয়ার ধীরেনের সন্ধান পাওয়া যায়। শেষমেশ ধীরেনের যোগসূত্র ধরেই শুক্রবার অভিযান চালিয়ে আবদুল হাইকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা।

এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এই চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement