• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার কলকাতার বাসিন্দা

কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের জালে তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম মহম্মদ আফতাব আলম। তিনি রাজাবাগানের বাসিন্দা।

ফাইল চিত্র

জাল পাসপোর্টকাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি চলছে। ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহেই ফের ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির আবেদনের অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের জালে তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম মহম্মদ আফতাব আলম। তিনি রাজাবাগানের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে তিনি পাসপোর্টের আবেদন জানিয়েছিলেন।

মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে ভুয়ো শংসাপত্রটি ইস্যু করা হয়েছিল। তথ্য যাচাইয়ের সময় এসসিও-এর শংসাপত্রটির বৈধতা নিয়ে সন্দেহ হয়। তিনি বুঝতে পেরেছিলেন সেটি ভুয়ো। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। অভিযুক্ত আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হয়। ইডি সূত্রে খবর, প্রায় ২৫০ জনের ভুয়ো পাসপোর্ট তৈরি করেছেন আজাদ।

Advertisement

Advertisement

Advertisement