• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মালদহে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে পরপর গুলি

দলীয় কার্যালয় থেকে বের হতেই তৃণমূল কাউন্সিলর গুলি। মাটিতে লুটিয়ে পড়েন কাউন্সিলর। চাঞ্চল্যকর ঘটনাটি মালদহ জেলার ইংরেজবাজার পুরসভা এলাকার।

ফাইল চিত্র

দলীয় কার্যালয় থেকে বের হতেই তৃণমূল কাউন্সিলর গুলি। মাটিতে লুটিয়ে পড়েন কাউন্সিলর। চাঞ্চল্যকর ঘটনাটি মালদহ জেলার ইংরেজবাজার পুরসভা এলাকার। ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতার শারীরিক অবস্থার অত্যন্ত সংকটজনক। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডাক্তাররা জানিয়েছেন, কাঁধে গুলি লেগেছে তৃণমূল নেতার। হাসপাতালে পৌঁছনো মাত্রই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাঁর অস্ত্রোপচার শুরু হয়। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা সবাই মুখে কাপড় বেঁধে এসেছিল। রাজনৈতিক কারণে এই হামলা না নেপথ্যে রয়েছে ব্যবসায়িক গন্ডগোল, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কী কারণে কাউন্সিলরের উপর হামলা হল, তা খতিয়ে দেখছেন তাঁরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি। এরপর পার্টি অফিস থেকে বেরোতেই মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে। তাঁকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে তারা। এর মধ্যে তিনটি গুলি লাগে দুলালবাবুর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দলীয় কর্মীরাই তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যান।

Advertisement

Advertisement