নববর্ষে নিজ সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের জন্য ‘সেবাশ্রয়’ উপহার সংশ্লিষ্ট কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে বিনামূল্যেই উচ্চমানের চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে যাবে আমজনতার দুয়ারে। ২ জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে অভিষেকের মস্তিস্কপ্রসূত সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির। আজ ডায়মন্ড হারবারের এসডিও মাঠে এই প্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক খোদ। ইতিমধ্যেই এসডিও মাঠে উপস্থিত থেকে সকল কার্য খতিয়ে দেখেছেন অভিষেকের সহকর্মী সুমিত রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান সহ প্রমুখ। ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় জোরকদমে এই প্রকল্পের প্রচারও সেরেছেন তাঁরা। গত নভেম্বর মাসে আমতলায় অনুষ্ঠিত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠকে অভিষেক এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। তাঁর ঘোষণা অনুযায়ী, সেবাশ্রয়ের প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। ডায়মন্ড হারবারের প্রতিটি বিধানসভায় ১০ দিন করে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে টানা ৭৫ দিন পর্যন্ত।
আজ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪১টি জায়গায় হেলথ ক্যাম্প করে এই কর্মসূচির সূচনা হবে। একাধিক স্কুল, ক্লাব, হাসপাতাল সংলগ্ন মাঠে এই শিবির হতে চলেছে। সেই তালিকায় রয়েছে মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠ প্রভৃতি। আগামী দিনে ধাপে ধাপে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্য বিধানসভাগুলির কোন কোন জায়গায় ‘সেবাশ্রয়’ ক্যাম্প হবে, তা পরবর্তীতে ঘোষণা করা হবে। উল্লেখ্য, ‘সেবাশ্রয়’-এ স্বেচ্ছাসেবকরা রোগীর নাম রেজিস্ট্রেশন করে একটি ইউনিক টোকেন দেবেন। এরপর চিকিৎসক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে যদি কোনও টেস্ট প্রেসক্রাইব করেন, তখন শিবিরেই রোগীর ডায়গনস্টিক টেস্ট করানো হবে। ব্লাড প্রেশার, সুগার, ম্যালেরিয়া, ডেঙ্গি পরীক্ষা–সহ মোট ছ’রকম টেস্টের ব্যবস্থা থাকবে শিবিরে। টেস্টের পর প্রয়োজনীয় ওষুধ ওই ক্যাম্প থেকেই নিখরচায় দেওয়া হবে। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে কলকাতার মোট ১২টি মেডিক্যাল কলেজ এবং বড় হাসপাতালে রোগীকে রেফারও করার কাজ করবেন স্বেচ্ছাসেবকরাই। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রথম পর্বে টানা ১০ দিনের ক্যাম্প শেষ হওয়ার পর পাঁচ দিনের ফলো–আপ ক্যাম্পও আয়োজিত হবে। ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে অংশগ্রহণকারী চিকিৎক দলের অন্যতম সদস্য ডা. অভীক ঘোষ জানিয়েছেন, ‘ডায়মন্ড হারবার বিধানসভায় প্রতিটি ক্যাম্পে সকাল–বিকেল মিলিয়ে মোট চারজন চিকিৎসক থাকবেন। এছাড়া আইএমএ–র প্রতিনিধিরাও থাকতে পারেন।’
Advertisement
Advertisement
Advertisement



