• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পড়া বাদ দিয়ে ঘুম, বাবার বকাবকিতে ‘আত্মহত্যা’ তরুণীর

শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে, শুধু তার বাবা বকাবকি করায় রাগ করে।

প্রতীকী ছবি

শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে, শুধু তার বাবা বকাবকি করায় রাগ করে। গাজিয়াবাদ জেলার বসুন্ধরা এলাকায় পড়াশোনার জন্য বকাবকি করায় ক্ষুব্ধ হয়ে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) স্বতন্ত্র কুমার সিং জানান, মৃতের নাম কাজল সিং। দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের বাবার নাম জয়বীর সিং। তিনি তাঁর মেয়েকে দিনের বেলা ঘুমিয়ে পড়া এবং পড়াশুনা না করার জন্য বকাঝকা করেন। এই সামান্য বিষয়ের জন্য কাজল আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement