অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার কারণে বিরাট কোহলিকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা যেন অনেকটা পকেটমারকে ফাঁসি দেওয়ার উপক্রম। এমনই কথা বলে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারের অভিমত, কি এমন ঘটনা ঘটেছে যা নিয়ে শোরগোল দেখা দিয়েছে। অনেকে মনে করছেন গুরুতর অপরাধে লঘু শাস্তি পেয়েছেন কোহলি। বাড়তি সুবিধা পেয়েছেন। সমালোচকদের স্পষ্ট জানিয়েছেন, গাভাসকার, কোহলি তো সর্বোচ্চ শাস্তি পেয়েই গেছেন তারপরেও কেন এত কথা উঠছে।
কনস্টাসকে ধাক্কা মারার জন্য কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। আবার এমন কাণ্ড ঘটালে নির্বাসিত হতে হবে তাঁকে। কোহলিকে এ বার শুধু জরিমানা করে ছেড়ে দেওয়ায় অনেকেই অখুশি। এ নিয়ে গাভাসকার বলেছেন, ‘‘অনেকে বলতে পারেন কোহলিকে হালকা শাস্তি দেওয়া হয়েছে। হয়তো ওর অভিজ্ঞতার কথা বিবেচনা করা হয়েছে। কিন্তু আইসিসির বিধান অনুযায়ী এই ধরনের অপরাধের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ শাস্তি। এখানে কোনও পক্ষপাতিত্ব করা হয়নি।’ আইসিসির এই বিধানের সঙ্গে আমি সহমত, তা নয়। কিন্তু নিয়মে বলা রয়েছে, জরিমানার সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এটাই সর্বোচ্চ। তা হলে কোহলিকে আরও কঠিন শাস্তি কী ভাবে দেওয়া যায়?
Advertisement
Advertisement
Advertisement



