প্রতি বছরের মতো এ বছরও বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনায় যোগ দেওয়ার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ব্র্যাবোর্ন রোডে পর্তুগিজ গির্জায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসন ও পুলিশের কর্তা ব্যক্তিরা।
এদিন গির্জায় পৌঁছে সেখানকার সাজসজ্জা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যোগ দেন প্রার্থনায়। মমতার পাশাপাশি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফাদার থমাস ডিসুজা এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী সহ সকলকে আশীর্বাদ করেন।
Advertisement
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জায় ক্রিস্টমাস ক্যারলে যোগ দিতে দেখা গিয়েছিল। এই বছর তিনি ব্র্যাবোর্ন রোডে পর্তুগিজ গির্জায় প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। এই গির্জায় উপস্থিত হয়ে তিনি ‘বিশ্ব পিতা তুমি হে প্রভু’ গানে গলা মেলান। প্রার্থনা শেষ হওয়ার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা। পরে সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা জানান তিনি।
Advertisement
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বিশ্বপিতা তুমি হে প্রভু , আমাদের প্রার্থনা এই শুধু, তোমারি করুণা, হতে বঞ্চিত না হই কভু। ক্রিস্টমাস হল ভালোবাসা, আশা ও ঐক্যের উৎসব। এই অপূর্ব সময়ে সমস্ত বিভেদ দূর হয়ে যায় এবং আমরা সকলে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করে নিই। এই সময়টা ক্ষমা করার, মুক্ত করার সময়। আমাদের ছোট্ট কোনও পদক্ষেপ কারও জীবন আলোকিত করে দিতে পারে। এই সময়টা আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে কাটাই। কিন্তু আসুন যারা একা রয়েছেন বা অবহেলিত তাঁদের কাছেও পৌঁছে যাওয়ার চেষ্টা করি। ক্রিস্টমাসের আনন্দ যেন সবাইকে স্পষ্ট করে। সকলকে জানাই বড়দিনে শুভেচ্ছা।’
Advertisement



