• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূসের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ডি-৮ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ইউনূস মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বরি আবদুল কাদিরের সঙ্গেও বৈঠক করেছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইউনূস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানা মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেছেন ড. ইউনূস। ‌‌’তরুণদের বিনিয়োগ ও এসএমইকে সহায়তা করা: আগামীর অর্থনীতিকে রূপদান’ – এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে।

Advertisement

একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছ্র। প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরেন। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্য পাকিস্তানের তরফে গভীর ইচ্ছা প্রকাশ করেন।

Advertisement

প্রধানমন্ত্রী শাহবাজ শরিপজ অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অনুসন্ধান এবং রাসায়নিক, সিমেন্ট ক্লিংকার, অস্ত্রোপচারের পণ্য, চামড়াজাত পণ্য এবং আইটি খাতের মতো ক্ষেত্রে হাতে হাত মিলিয়ে ব্যবসা চালানোর ওপর জোর দেন।

ডি-৮ হল ৮টি দেশে সমন্বয়ে গঠিত একটি জোট। এটি ডেভেলপিং-৮ নামেও পরিচিত। জোটটির মূল নীতি হল – অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত এই ডি-৮।

সম্মেলনে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস ছাড়াও উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

Advertisement