• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহাকুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়াগরাজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহাকুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়াগরাজ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রয়াগরাজে থাকবেন তিনি।

ফাইল ছবি

মহাকুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়াগরাজ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রয়াগরাজে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী সকাল ১১টায় পৌঁছাবেন এবং দুপুর আড়াইটেয় প্রয়াগরাজ ছাড়বেন। রাজ্য সরকারের ৩৮০০ কোটি টাকা এবং কেন্দ্রীয় সরকারের প্রায় ৩২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষকে এই প্রকল্পগুলি সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। শনিবার সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কর্মসূচি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আধিকারিকদের সব কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এটাই সবচেয়ে বড় কাজ এখন। আধিকারিকদের নিজেদের প্রতিটি কাজ পর্যালোচনা করতে হবে। এই বৈঠকে স্পষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রী শ্রিংপুর যাবেন না, ভরদ্বাজ করিডোরও দেখবেন না। সঙ্গম এলাকা থেকেই বোতাম টিপে সব প্রকল্পের উদ্বোধন করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার তরুণ গাবা, বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্ত, ডিএম মহাকুম্ভ নগর বিজয় বিশ্বাস পন্ত, ডিএম প্রয়াগরাজ রবীন্দ্র কুমার মান্দার এবং অন্যান্য আধিকারিকরা।

Advertisement

প্রধানমন্ত্রী প্রয়াগরাজ এলে তাঁকে স্বাগত জানাবে সন্তসমাজ। মুখ্যমন্ত্রী জেলা ও ন্যায্য প্রশাসনকে ১৩টি আখড়া, ডান্ডি বড়, আচার্য বড়, খাকচৌক ব্যবস্থা কমিটি, তীর্থ পুরোহিতের সাধুদের সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁদের আমন্ত্রণ জানাতে বলেছেন।

Advertisement

আলোপীবাগ ফ্লাইওভার, গোহরি ফ্লাইওভার, মাজার তিরাহা ফ্লাইওভার, আলোপীবাগ স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের কাজ শেষ হয়েছে। ইয়ার্ড রেল রবের কাজ ফাফামাউয়ে বাকি। এক সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। মহাকুম্ভের জন্য ৯ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। প্রায় ১৩০০ কোটি টাকার অস্থায়ী প্রকল্প রয়েছে। যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন না।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সঙ্গম তীরে ৬টি ভিন্ন থিমের প্রদর্শনীর আয়োজন করা হবে। যার মধ্যে রয়েছে প্রয়াগরাজের ঘাট ও মন্দির, নমামি গঙ্গে ক্লিন কুম্ভ, বিশ্বের বৃহত্তম শহর প্রয়াগরাজ স্মার্ট সিটি, ডিজিটাল মহা কুম্ভ, নিরাপদ কুম্ভ। এই বিষয়গুলির উপর ভিত্তি করে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে সঙ্গম তীরে ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত, যা ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন।

কুম্ভ নগরের জেলাশাসক বিজয় কিরণ আনন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কর্মসূচির বিষয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে কুম্ভের প্রস্তুতি তদারকি করবেন নরেন্দ্র মোদী।

Advertisement