• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা

বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে এবার ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৮৭, ২৮৯ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সিঁথি থানা।

শুক্রবার সকালে সিঁথি থানা এলাকায় বিটি রোডের ধারে চলছিল তেলের পরিত্যক্ত ট্যাঙ্কার কাটার কাজ। গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কার কাটার সময় ঘটে বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয় পুরুলিয়ার বাসিন্দা সাগর সোরেন (৩১) নামে এক যুবকের। আহত হন বরানগরের বাসিন্দা, পেশায় শ্রমিক শঙ্কর হালদার (৫৫)। ঘটনার তদন্তে নেমে এবার ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৮৭, ২৮৯ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সিঁথি থানা।

কী কারণে বিস্ফোরণ? উপযুক্ত সুরক্ষা বিধি মেনে পরিত্যক্ত ট্যাঙ্কার কাটার কাজ চলছিল কিনা, ট্যাঙ্কারে দাহ্য পদার্থ মজুত ছিল কিনা- এই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে জানা গিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করানো হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টা নাগাদ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিঁথি থানার হাজরা মার্কেট এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, তাতে ভেঙ্গে পড়ে রাস্তার উলটো ফুটের পেট্রোল পাম্পের কাচ। দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি গাছে উড়ে গিয়েছেন সাগর। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অন্য জন শঙ্কর। তড়িঘড়ি তাদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সাগরকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

অন্যদিকে সেখানেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শঙ্কর। ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়েরাও। তাদের দাবি, কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করেই দীর্ঘদিন ধরে সেখানে গাড়ির পার্টস কাটার কাজ চলে। এ দিন সকালেও ঠিক একই রকম ভাবে চলছিল ট্যাঙ্কার কাটার কাজ। ঘটনাকে ঘিরে স্থানীয়দের আরও দাবি, ট্যাঙ্কারে তেল মজুত থাকার কারণেই এই বিস্ফোরণ।

Advertisement