• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মধুচন্দ্রিমা শেষ, এবার নারদ নারদ আপ-কংগ্রেসের

একদিন আগেই আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে আপ একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিনি।

উদিত রাজ ও অরবিন্দ কেজরিওয়াল। ছবি: ইন্টারনেট।

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার দিন অতীত । গত লোকসভা নির্বাচনে আপ এবং কংগ্রেস জোটের যে মধুচন্দ্রিমা দেখেছিল দেশবাসী, তা এখন আর কিছুই অবশিষ্ট নেই । কারণ একদিন আগেই আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে আপ একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিনি। আর এই ঘোষণায় দিল্লির বিধানসভা ভোটের আগে তথাকথিত ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। এবার কংগ্রেসের তরফে আপের দিকে পাল্টা তোপ ধেয়ে এল।
কংগ্রেসের দলিত নেতা উদিত রাজ সোমবার পালটা আপ-কে বিঁধে বললেন, ‘জোটের প্রশ্ন আসছে কেন? কংগ্রেস তো দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। তাহলে আপ কেন জোটের প্রসঙ্গ তুলছে?’ বস্তুত, দিল্লি বিধানসভায় যে কংগ্রেস এবং আপের জোট হবে না, সেটা প্রত্যাশিতই ছিল। এই মুহূর্তে দিল্লিতে আপ ক্ষমতায়। আগেরবারও প্রায় ৯০ শতাংশ আসন তারা জিতেছিল। তাছাড়া রাজধানীতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি তলানিতে। দলের কোনও সাংসদ বা বিধায়ক নেই। স্বাভাবিকভাবেই আপ কংগ্রেসকে আসন ছাড়তে কোনোভাবেই রাজি হবে না।
বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের একেবারে শুরুতে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে। রবিবাসরীয় ঘোষণার পর পরিষ্কার, ৭০ আসনের বিধানসভা নির্বাচনের সব কেন্দ্রেই থাকবে ঝাড়ু শিবিরের প্রার্থী। বলে রাখা ভালো, গতবার ৭০টির মধ্যে ৬২ আসনেই জিতেছিল আপ। কিন্তু এবার তাদের লড়াই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement