বিধু বিনোদ চোপড়া এবং টি-সিরিজ মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে, ‘চল জিরো পে চলতে হ্যায়’ গানটি লঞ্চ করল। এই হৃদয়গ্রাহী ট্র্যাকটি আসন্ন ‘জিরো সে রিস্টার্ট’ ছবির বিশেষ হাইলাইট। ছবিটি ১৩ ডিসেম্বর ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে প্রস্তুত। ‘চল জিরো পে চলতে হ্যায়’ শান, সোনু নিগম এবং শঙ্কর মহাদেবনের মিলিত প্রয়াস। এতে সুর সংযোজন করেছেন শান্তনু মৈত্র। গানের কথা স্বানন্দ কিরকিরের।
এই সংগীতময় অনুষ্ঠানে শান , শঙ্কর মহাদেবন এবং শ্রেয়া ঘোষাল উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই নির্দেশক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে তাঁদের ‘জিরো মোমেন্ট’-এর গল্প ভাগ করে নেন। অনুষ্ঠানটি একটি লাইভ পারফর্ম্যান্সের মাধ্যমে শেষ হয়, যা দর্শকদের ‘জিরো সে রিস্টার্ট’-এর মুক্তির জন্য আগ্রহী করে তোলে।
Advertisement
Advertisement
Advertisement



