সঞ্চালিকার জোড়া ২৫ লক্ষ ডুবলো গুজরাতেরগত বছর প্রথম আইপিএলের নিলামে সঞ্চালক হিসাবে দেখা গিয়েছিল মল্লিকা সাগরকে। ২০২৪ সালে তাঁর সঞ্চালনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা এবং দলগুলির মালিকেরা খুশি হয়েছিলেন। এ বারের মেগা নিলামের সঞ্চালনার দায়িত্ব তাই তাঁকেই দিয়েছেন বোর্ড কর্তারা।
নিলামের প্রথম দিন সেই মল্লিকার জোড়া ভুলেই গুজরাত টাইটান্সের ২৫ লাখ এবং সানরাইজার্স হায়দরাবাদের ৪০ লাখ টাকা নষ্ট হয়েছে। মল্লিকা প্রথম ভুল করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলারের নিলামের সময়। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখ টাকায় কেনে গুজরাত। মল্লিকা ভুল না করলে ২৫ লাখ টাকা কমে ইংরেজ ক্রিকেটারকে পেয়ে যেতেন গুজরাত কর্তৃপক্ষ।
Advertisement
Advertisement
Advertisement



