হাজি সেলিম এনসিবি-র রাডারে ধরা পড়েন যখন ‘অপারেশন সাগর মন্থন’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি অভিযান চালিয়ে গুজরাট উপকূল থেকে ৪ হাজার কেজি অবৈধ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তানি ও ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। হাজি সেলিমের নাম ২০১৫ সালে প্রথম প্রকাশ্যে আসে, যখন কেরালার সমুদ্রের কাছে তাঁর কোটি টাকার মাদক চালান ধরা পড়ে।
সূত্রের খবর, হাজি সেলিমের মাদক কারবার ছড়িয়ে রয়েছে ভারত, মরিশাস, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ-সহ বেশ কয়েকটি দেশে। শুধু ভারতই নয়, আমেরিকা, মালয়েশিয়া, ইরান, শ্রীলঙ্কা, মরিশাস, নিউ জ়িল্যান্ড এবং আফগানিস্তানের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকাতেও রয়েছে হাজির নাম। ভারত মহাসাগর অঞ্চলে যত মাদক কারবার চলে তার মাস্টারমাইন্ড হাজি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দাউদ ইব্রাহিমের সঙ্গেও হাজির ঘনিষ্ঠ যোগ রয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং এর মতে, তাঁর সাম্রাজ্যের বিস্তৃতি এতটাই যে মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানও তাঁকে খুঁজছে। সিং আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় পাচারকারীদের অন্যতম সেলিম এশিয়া, আফ্রিকা এবং পশ্চিমে হেরোইন, মেথামফেটামিন এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে থাকেন ।
Advertisement
তবে তদন্তকারী সংস্থাগুলির কাছে হাজি সেলিম সম্পর্কে খুব কম তথ্য রয়েছে এবং এখনও পর্যন্ত পাওয়া তথ্যগুলি একটি পুরনো ছবি এবং কিছু ব্যক্তিগত তথ্যের মধ্যেই সীমাবদ্ধ। তবে সেই সব তথ্য ঘেঁটে অনুমান, হাজি সেলিমের সঙ্গে ভারতের আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেলিমকে দাউদ ইব্রাহিমের প্রতিবেশী বলা হয়। এও জানা গিয়েছে যে, একবার দাউদ ইব্রাহিমের বাসভবনে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরায় বন্দি করা হয়েছিল।
Advertisement
তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন যে, মাদকদ্রব্য পাচারের সময় তাঁর চালানে ৭৭৭, ৫৫৫, ৯৯৯, উড়ন্ত ঘোড়া এবং বিছের মতো কিছু চিহ্ন দেখা গিয়েছে যা থেকে সনাক্ত করা যায় যে এই সমস্ত মাদক দ্রব্য হাজির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তাঁর চালান বেশিরভাগ সময়ই ইরান থেকে উৎপন্ন হয়ে শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে আফগানিস্তান ও মালয়েশিয়া হয়ে যায়। এরপরে ছোট জাহাজে স্থানান্তরিত করা হয়। বেশিরভাগ সময় রাতে ভারতীয় উপকূলে স্থানান্তরিত করা হয়। এও জানা গিয়েছে যে, সেলিম তাঁর ব্যবসার জন্য বালুচিস্তান থেকে বেকার যুবকদের নিয়োগ করে থাকেন এবং আইএসআইয়ের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
Advertisement



