শুটিং ফ্লোরে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাতে স্যালাইনের চ্যানেল লাগানো একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, সেটে কী পরিকল্পনাই না ছিল…দুর্ঘটনা ঘটেছে। সার্জারি হয়েছে। এখন আমি ভালো আছি।
পরিচালক প্রতিম ডি’গুপ্ত ছবি ‘চালচিত্র’-তে কাজ করছেন লহমা। টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর পাশাপাশি এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে রয়েছেন লহমা। শুটিং ফ্লোরে নাচতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে ঢুকে যায় লহমার। অস্ত্রোপচারের পর এখন তিনি অনেকটাই ভালো আছে। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন লহমা।
Advertisement
লহমার প্রথম সিনেমা রাবণ। জিতের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেন তিনি। পরমব্রত ও আবিরের সঙ্গে বিয়ে বিভ্রাট ছবিতেও দেখা গিয়েছে লহমাকে।
Advertisement
Advertisement



