• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সঞ্জয়ের মুখে বিনীত গোয়েলের নাম, রিপোর্ট তলব রাজ্যপালের 

প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁর অভিযোগের পরই বিনীত গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে রাজভবনের তরফে এক বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছেন তিনি।

সোমবার শিয়ালদহ আদালত থেকে বেরোনোর পথে সঞ্জয় রায়। নিজস্ব চিত্র

প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁর অভিযোগের পরই বিনীত গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে রাজভবনের তরফে এক বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছেন তিনি। রাজভবনের বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে হাজিরার সময় সিভিক ভলান্টিয়ার দাবি করেন, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার গোয়েল-সহ কয়েকজন পুলিশকর্তা তাঁকে ফাঁসিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখুক। পাশাপাশি গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থানও জানতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

 
এদিকে সোমবারের পর বুধবারও অদ্ভুত আচরণ করেন সঞ্জয়। এদিন তিনি, আদালত চত্ত্বরে উপস্থিত জনতা ও সাংবাদিকদের উদ্দেশে ফ্লাইং কিস দেন। সোমবার সঞ্জয় জনসমক্ষে চিৎকার করায় মঙ্গলবার তাঁকে আরও কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিজন ভ্যানের তুলনায় ছোট কালো কাচে ঢাকা ভ্যানে তাঁকে তোলা হয়। যাতে অভিযুক্তের মুখ দেখা না যায় সেজন্য গাড়িটিতে ছিল লোহার জালও। এছাড়াও ওই বিশেষ গাড়ির আগে ও পরে ছিল দুটি গাড়ি। আগে ছিল একটি প্রিজন ভ্যান, পরে ছিল একটি গাড়ি। ওই দুই গাড়ির মাঝে ছোট প্রিজন ভ্যানে ছিলেন সঞ্জয়। সেই প্রিজন ভ্যানের ভিতরেও ছিল অতিরিক্ত বাহিনী। বুধবারও ওই গাড়িতেই আদালতে আনা হয় সঞ্জয়কে। 
 
সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক জল্পনার মাঝেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। রাজ্যপালের নির্দেশ ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হোক। সেই সঙ্গে দ্রুত তথ্যপ্রমাণ-সহ রাজ্য সরকারের অবস্থান তাঁকে জানানো হোক।             

Advertisement

Advertisement