কোনও ধর্মই এমন কাজ করতে বলে না যাতে দূষণ ছড়াতে পারে, দিল্লির দূষণ নিয়ে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বরের মধ্যে দিল্লিতে স্থায়ীভাবে বাজি নিষিদ্ধ করার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুধু দীপাবলির সময় নয়, বাজি ফাটানোর ব্যাপারে সারা বছরই কড়া নিষেধাজ্ঞা থাকা দরকার বলে মনে করে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ বলে ‘ সংবিধানের ২১ নং ধারার মৌলিক অধিকারের মধ্যেই মানুষের দূষণমুক্ত পরিবেশে বসবাস করার অধিকারের উল্লেখ রয়েছে। কোনও ধর্মই এমন কোনও কাজের কথা বলে না, যাতে দূষণ ছড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। ‘
Advertisement
Advertisement
Advertisement



