• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, গ্রেপ্তার মহারাষ্ট্রের তরুণী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের থানের এক তরুণীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ।

ফাইল ছবি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের থানের এক তরুণীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। রবিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম ফতেমা খান (২৪)। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে হুমকিবার্তা পেয়েছিল মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেল। একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মারফত বার্তাটি পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, যোগী ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করলে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকীর মতো হবে। এই হুমকিবার্তা প্রকাশ্যে আসার পর যোগী আদিত্যনাথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

হুমকিবার্তাটি পাওয়ার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা ও উল্লাসনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। হোয়াটসঅ্যাপের সূত্র ধরেই অভিযুক্তের তল্লাশি শুরু করা হয়। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণীকে। ধৃত ফতেমা খান থানে জেলার উল্লাসনগরের বাসিন্দা। তাঁর বাবা কাঠের ব্যবসা করেন। ফতেমা তথ্যপ্রযুক্তিতে বিএসসি পাশ করেছেন। তিনি কী কারণে এই হুমকিবার্তা পাঠিয়েছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারীদের ধারণা, ফতেমার মানসিক কিছু সমস্যা থাকতে পারে।

Advertisement

১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছিল। বাবা সিদ্দিকী তাঁর ছেলে জিশান সিদ্দিকীর অফিস থেকে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। তাঁর বুকে গুলি লেগেছিল। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। পুলিশ এই হত্যা মামলার তদন্ত করছে। সিদ্দিকী খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যা মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম সামনে এসেছে। লরেন্সের দল জড়িত এই মামলায় আদৌ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর অভিনেতা সলমান খানকেও হুমকি দেওয়া হচ্ছে। এই আবহে যোগী আদিত্যনাথকে হত্যার হুমকিবার্তা এল। এই ঘটনার সঙ্গে লরেন্সের দল কোনওভাবে জড়িত কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement