• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিধায়ক কার্যালয়কেই ‘দানা’ কন্ট্রোল রুম করলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর

বিধায়ক কার্যালয়ে বসে  কন্ট্রোল রুম পরিচালনা করছেন  ডেবরার  বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন যে প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিধায়ক কার্যালয়ে বসে দানা নিয়ে ডেবরাবাসীকে সতর্ক করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। বুধবার থেকেই বিধায়ক কার্যালয়কে কন্ট্রোল রুম করে দেওয়া হলো। সেই সঙ্গে চালু করা হয় হেল্প লাইন নম্বর। কন্ট্রোল রুমের নম্বরগুলি হলো 9064128610/9800383387/7074151928

আগামী  দুইদিন বৃহস্পতিবার ও শুক্রবার ২৪ ঘন্টা এই নাম্বার গুলি খোলা থাকবে। ডেবরা এলাকায় ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হলে এই নাম্বারেও যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে বিধায়ক কার্যালয়ে বসে  কন্ট্রোল রুম পরিচালনা করছেন  ডেবরার  বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন যে প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement