২০১৯ সালের একটি ঘটনার তদন্তে নেমে এই ভুয়ো আদালতের হদিশ মেলে । একটি মামলার তদন্ত করতে গিয়ে নাগার দায়রা আদালতের রেজিস্ট্রার প্রথমে এই আদালত সম্পর্কে সন্দিহান হন। তাঁরই অভিযোগের ভিত্তিতে ভুয়ো বিচারককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মরিস স্যামুয়েলের গান্ধীনগরে একটি অফিস রয়েছে। সেই অফিসটিকে আদালতের মতো করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এর পর নিজেই সেখানে ‘বিচারক’ সেজে বসতেন।
Advertisement
Advertisement
Advertisement



