• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের হিংসা ছড়াল মণিপুরের জিরিবাম জেলায়, মেইতেই-কুকির মধ্যে গুলির লড়াই 

ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরের জিরিবাম জেলায়। জিরিবাম জেলার একটি গ্রামে হামলা চালায় জঙ্গিরা। হামলা হয় বরোবেকেরা থানায়। একমাস বিরতির পর আবার অশান্তি ছড়িয়ে পড়ে মণিপুরে। শনিবার ভোর থেকে মেইতেই এবং কুকি সশস্ত্র বাহিনীর মধ্যে দফায় দফায় গুলির লড়াই চলে।

Advertisement

Advertisement