• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

ব্যাঙ্কের নিয়মে বদল, এবার ছুটির দিনেও গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা

ব্যাঙ্কিং পরিষেবায় কিছু বদল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।এই বদলে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ক্লিয়ারিং হাউস-জনিত ট্রান্সফারের সুবিধা পাওয়া সম্ভব।

আরবিআই (File Photo: AFP)

চলতি মাস থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বেশ কিছু বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বদলের জেরে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ক্লিয়ারিং হাউস-জনিত ট্রান্সফারের সুবিধা পাওয়া সম্ভব হবে।

এতদিন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সহ অন্যান্য নানা লেনদেনে সপ্তাহে রােজ এই সুবিধা পাওয়া যেত। এখন থেকে পেনশন, ডিভিডেন্ড এবং সুদ ঘড়া ইউটিলিটি বাবদ (গ্যাস, ফোন, বিদ্যুৎ ইত্যাদি) ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে।

এখন মিউচুয়াল ফান্ডের কিস্তি এবং ইনস্যুরেন্স প্রিমিয়াম দুই-ই দেওয়া সম্ভব হচ্ছে। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ন্যাচ)-এর মাধ্যমে ট্রান্সফার হয়। স্থানীয় স্তরে যাবতীয় বাধা কাটিয়ে বিবিধ, ইসিএস সিস্টেমগুলিকে একসাথে আনার লক্ষ্যে ন্যাচ’ চালু করা হয়েছিল। এর জন্য আলাদা একটা ফিজ নেয় ব্যাঙ্ক।

News Hub