দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা, পরিস্থিতি সঙ্গীন আট জেলায়

Written by SNS April 18, 2024 11:51 am

নিজস্ব প্রতিনিধি— বৈশাখের শুরুতেই ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের পারদ৷ গরমে নাজেহাল সাধারণ মানুষ৷ তারই মধ্যে এবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই জারি তাপপ্রবাহের সতর্কতা৷ আলিপুর আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস মতো ইতিমধ্যেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা৷ বৃহস্পতিবার সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও কিছুটা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ তবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷ একই সঙ্গে শুক্রবারই দক্ষিণবঙ্গে বেশকিছু জেলার তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে৷

প্রসঙ্গত, সপ্তাহের প্রথমদিনেই দক্ষিণের ৭ জেলায় তাপমাত্রা ৪০’র গন্ডি ছাড়িয়ে গিয়েছিল৷ মঙ্গলবার সেই সংখ্যাটা একলাফে বেড়ে দ্বিগুন হয়েছে৷ আর এবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এই আট জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি সাত জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুক্রবার থেকে চলবে তাপপ্রবাহ৷

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে কিছুটা উপরেই৷

দক্ষিণবঙ্গের এই পরিস্থিতির জন্য মূলত শুষ্ক পশ্চিমী বাতাসকেই দায়ী করছেন আবহবিদেরা৷ প্রধানত, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়৷ সেক্ষেত্রে রাজ্যের আট জেলায় তাপমাত্রা বাড়বে স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রি৷ যার ফলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে৷ তাপপ্রবাহের পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ইতিমধ্যেই বিশেষ বৈঠক করেছেন মঙ্গলবার৷ বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলাশাসক থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবরাও৷ পরিস্থিতি মোকাবিলার জন্য সমস্ত জেলার প্রশাসনকে প্রস্ত্তত থাকার কথা বলা হয়েছে৷ অন্যদিকে চলতি মরসুমে তীব্র গরমের জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন একজন৷

তবে দক্ষিণের জেলাগুলিতে আপাতত দহনজ্বালা চললেও খানিকটা স্বস্তিতে থাকছে উত্তরবঙ্গ৷ আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদু্যৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজায় থাকবে গরম আবহাওয়া৷