৫০ বছরে গরমের রেকর্ড গড়ল কলকাতা, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Written by SNS April 22, 2024 1:31 pm

নিজস্ব প্রতিনিধি— তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর৷ দিনের বেলায় তাপমাত্রার পারদ কোনও দিন ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই৷ তো কোনওদিন ৪১ ডিগ্রি৷ আবার কোনও কোনও জেলায় এই তাপমাত্রার পারদও ছাডি়য়ে গিয়েছে৷ এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর বয়ে আনল আলিপুর আবহাওয়া দফতর৷ আজ সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা৷ যদি বৃষ্টি হয়, তাহলেই নামতে পারে পারদ৷ অবশ্য সপ্তাহ জুডে়ই দাবদাহ চলবে বলেই জানা গিয়েছে৷ ওদিকে ৫০ বছরের ইতিহাসে টানা ৪১ এর কাছাকাছি তাপমাত্রা ধরে রেখে নতুন রেকর্ড গডে়ছে এবারের কলকাতার গরম৷

গরমের শুরু থেকে এবারে গোটা বাংলা পুড়ছে৷ ওদিকে পশ্চিমের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে উপরেই থাকছে তাপমাত্রা৷ পিছিয়ে নেই দক্ষিণের জেলাও৷ রবিবার হাওয়া অফিস জানিয়েছে, সোমবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ফলে, দক্ষিণবঙ্গের পারদ সামান্য নামতে পারে৷ অবশ্য এই আবহাওয়ার ক্ষণস্থায়ী৷ এ প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, যদি বৃষ্টি হয়, তবেই তাপমাত্রার পারদ সামান্য কমতে পারে৷ তা না-হলে, নয়৷ বৃষ্টি হলে, আগামী দু’-এক দিনে দক্ষিণবঙ্গের সার্বিক তাপমাত্রার পারদ ১-২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে৷ যদিও তাতে তাপপ্রবাহ বন্ধ হবে না৷

রবিবারের সতর্কবার্তায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দু’টি জেলা বাদে বাকি সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং হাওড়ায় মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না৷ তবে অস্বস্তিকর গরমের সঙ্গে আর্দ্রতা থাকবে৷ অন্য দিকে, মঙ্গলবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলে তাপমাত্রা কমবে৷ যদিও তাতে এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বদলাবে না৷ মঙ্গলবারও তিন জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে৷ কলকাতা এবং হাওড়ায় ফের তাপপ্রবাহ শুরু হবে বুধবার থেকে৷ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুডে়ই তাপপ্রবাহ চলবে৷

এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল৷ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে৷ বুধবার থেকে আবার তাপপ্রবাহ চলবে৷

বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়৷ সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদু্যৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনও প্রভাবই ফেলতে পারবে না-বলেই মত আবহাওয়াবিদদের৷ শুধু তা-ই নয়, উত্তরবঙ্গের দক্ষিণ দিকের জেলা অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরেও চলতি সপ্তাহে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ রবি, বুধ এবং বৃহস্পতিবার এই তিন জেলায় তাপপ্রবাহ বইতে পারে৷ সোম এবং মঙ্গলে থাকবে অস্বস্তিকর গরম৷ অন্য দিকে, উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুডি়, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস৷ দার্জিলিং এবং কালিম্পঙে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুডি়তে বৃষ্টি হতে পারে মঙ্গলবার৷ রবিবার উত্তরবঙ্গের উত্তরের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
প্রসঙ্গত, ৫০ বছরের ইতিহাসে টানা ৪১ এর কাছাকাছি তাপমাত্রা ধরে রেখে নতুন রেকর্ড গডে়ছে এবারের কলকাতার গরম৷

গরমের শুরু থেকে এবারে গোটা বাংলা পুড়ছে৷ ওদিকে পশ্চিমের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে উপরেই থাকছে তাপমাত্রা৷ পিছিয়ে নেই দক্ষিণের জেলাও৷ এপ্রিলের শুরু থেকে কলকাতার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করেছে৷ এতেই নাজেহাল অবস্থা আম বাঙালির৷
আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, শেষ পঞ্চাশ বছরে টানা এতদিন ৪১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকেনি৷ ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৭ ডিগ্রিতে৷ ২০২৩ সালে এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়৷ ২০১৬ ও ২০১৪ সালেও শহরের তাপমাত্রা বেশ কয়েকদিন ৪১ ডিগ্রির গণ্ডি ছাডি়য়েছিল৷ চলতি বছরে ১৪ এপ্রিল শহরের তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল৷ সেই শুরু৷ পারদ মিটার কিছুতেই চল্লিশের গণ্ডি থেকে নামছে না৷ আগামী সপ্তাহ জুডে়ও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমলেও একই অস্বস্তি থাকবে৷