• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

চঞ্চল চৌধুরীকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দি করল ইউনূস সরকার

তিনি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমি চঞ্চল চৌধুরী বলছি ৷ আমার নাম ব্যবহার করে কোন বিদেশি বা দেশের পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়ে থাকে, তার দায় আমার নয়। কারণ এখনও পর্যন্ত আমি কোনও পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বিষয়ে কোনও বক্তব্য দিইনি।'

বাংলাদেশের অভিনেতা ও শিল্পী চঞ্চল চৌধুরী। ফাইল চিত্র

বিমান থেকে আটক করে গৃহবন্দি করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। জানা গিয়েছে, ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে এই অভিনেতাকে বিমান থেকে নামিয়ে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গৃহবন্দি করে ইউনূস সরকার। এখনও তিনি গৃহবন্দি বলে খবর। সূত্রের খবর, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বোমানে বসেও পড়েন তিনি। বিমান ছাড়ার কিছু সময় আগে কয়েকজন বিএনপি নেতা এবং সেনা জওয়ান বিমানে যাতে সরাসরি চঞ্চলের সামনে গিয়ে উপস্থিত হন এবং তাঁকে সটান প্রশ্ন করেন, ‘আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন ? কিংকর্তব্যবিমূঢ় চঞ্চল তখন উত্তর দেন, কাজের সূত্রেই তাঁর নিউ ইয়র্ক যাত্রা। জানা গিয়েছে, এরপরই তাঁকে বিমান থেকে নামানো হয়। আপাতত তিনি গৃহবন্দি রয়েছেন।

শেখ হাসিনা সরকারে পতনের পর অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ৷ মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ সেই সময় দেশকে শান্ত করতে শান্তির বার্তা দিয়েছিলেন অনেকেই৷ অনেকে আবার সংবাদমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেন৷সেই সময় মুখ খুলেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি ৷ আমার নাম ব্যবহার করে কোন বিদেশি বা দেশের পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়ে থাকে, তার দায় আমার নয়। কারণ এখনও পর্যন্ত আমি কোনও পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বিষয়ে কোনও বক্তব্য দিইনি।’

তিনি আরও লেখেন, ‘আমি একজন সাধারণ শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।