মাত্র কয়েক ঘণ্টার জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারিয়েছিলেন ইলন মাস্ক। তবে অল্প সময়ের ব্যবধানে ফের সিংহাসনে প্রত্যাবর্তন করলেন টেসলা ও এক্স কর্তা। ব্লুমবার্গের সদ্যপ্রকাশিত ধনকুবের তালিকা অনুযায়ী, বুধবার দিনের শেষে বিশ্বের ধনীতম ব্যক্তির স্থানটি আবারও দখল করেন ইলন মাস্ক।
বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ মাস্ককে অতিক্রম করে ধনসম্পদের দিক থেকে শীর্ষে উঠে আসেন ওরাকল কর্ণধার ল্যারি এলিসন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮৩০০ কোটি ডলার। ওরাকলের শেয়ার এক লাফে প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ার ফলেই এই উত্থান। সংস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদই এই শেয়ার বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
তবে সন্ধ্যার পর দৃশ্যপট পাল্টাতে শুরু করে। ওরাকলের শেয়ারবাজারে গতি মন্থর হয়ে আসে, আর সেই সুযোগেই সম্পদের পরিমাণে ফের শীর্ষে পৌঁছে যান ইলন মাস্ক। বুধবার দিনের শেষে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৮৪২০ কোটি ডলার, যা এলিসনের তুলনায় ১০০ কোটি ডলার বেশি।
Advertisement
উল্লেখ্য, ২০২২ সালের শেষে টুইটার (বর্তমানে এক্স) অধিগ্রহণের পর থেকেই মাস্কের আর্থিক সাম্রাজ্যে কিছুটা টান পড়ে। টেসলার শেয়ারে ব্যাপক পতনের ফলে সেই সময় বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা হারান তিনি। তবে ২০২১ সালের পর থেকে বেশিরভাগ সময়ই এই তালিকার শীর্ষে ইলন মাস্কই অবস্থান করে এসেছেন।
বিশেষজ্ঞদের মতে, টেসলার তুলনায় এক্সের উন্নয়নে মাস্কের অতিরিক্ত মনোযোগই শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে টেসলা ও স্পেসএক্স সহ মাস্কের অন্যান্য প্রকল্প নতুন করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে শুরু করেছে।
Advertisement



