• facebook
  • twitter
Monday, 24 March, 2025

ফের ‘হু’-এ যোগের ইঙ্গিত ট্রাম্পের, দিলেন শর্তও

ওরা (হু) বলেছে আমাকে ৩৯ মিলিয়ন দিলেই হবে

ফাইল চিত্র

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর্থিক সাহায্য বন্ধ করেছিলেন, নব নিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  কিন্তু সেই সিন্ধান্তের সপ্তাহখানেকের মধ্যেই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের ইঙ্গিত দিলেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। ফের যোগের পরিবর্তে একটি শর্ত দিয়ে তিনি জানালেন, কিন্তু জানিয়ে দিলেন সেক্ষেত্রে তাঁর একটি শর্ত রয়েছে। সেটা হলো আর্থিক অনুদানের বিষয়টি পরিষ্কার করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।  লাস ভেগাসে এক জনসভায় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা এটা নিয়ে আবার ভাবতেই পারি। আমি জানি না ঠিক, হয়তো… তবে ওদের বিষয়টা পরিষ্কার করতে হবে।’

হু-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমরা বছরে ৫০০ মিলিয়ন ডলার দিই। অথচ চিন দেয় ৩৯ মিলিয়ন। ভেবে দেখুন একবার! ওদের জনসংখ্যা ১৪০ কোটি!’ এরপরই তিনি বলেন, ‘ওরা (হু) বলেছে আমাকে ৩৯ মিলিয়ন দিলেই হবে। অর্থাৎ ৫০০ মিলিয়ন থেকে কমিয়ে ৩৯ মিলিয়ন ডলারের প্রস্তাব। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করে দিয়েছি। তবে বিষয়টা নিয়ে ভাবা যেতেই পারে। কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করতে হবে।’

এদিকে ‘হু’ থেকে আমেরিকা সরে দাঁড়ানোয় সংস্থাটি চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে। কেননা বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন হু’র মোট বাজেটের এক-পঞ্চমাংশই এসেছে মার্কিন তহবিল থেকে। সেক্ষেত্রে আমেরিকা সরে গেলে বাজেটে ঘাটতি হওয়ার সম্ভাবনা সমূহ। অন্যদিকে ‘হু’ থেকে সরে যাওয়ায় মার্কিন নাগরিকদেরও সমস্যা হবে। কেননা তাঁরা বিশ্বের সবচেয়ে ছোঁয়াচে প্রাণঘাতী অসুখ যক্ষ্মা অথবা এইচআইভি/এইডসের মতো অসুখে বা অন্যান্যা স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতে পারেন। এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।