দুষ্কৃতীদের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রাণ হারালেন তিন পুলিশকর্মী। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে, ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের স্প্রিং গ্রোভ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি স্কুলের নিকটবর্তী এলাকায় আচমকাই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। ঘটনাস্থলেই তিনজন পুলিশকর্মীর মৃত্যু হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যে চলে তীব্র গুলির লড়াই।
Advertisement
পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয়। গুরুতর জখম অবস্থায় আরও দু’জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পর পরই চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
Advertisement
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশাসন জানিয়েছে, হামলাকারীরা সংখ্যায় একাধিক হলেও গুলি চালিয়েছে একজন। তাঁর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কেও চলছে তদন্ত।
Advertisement



