মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের লড়াই অনিবার্য

Written by Subhash Pal March 6, 2024 12:53 pm

ওয়াশিংটন, ৬ মার্চ: রিপাবলিকান ও ডেমোক্রাট, দুই দলেরই প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন যথাক্রমে ট্রাম্প ও জো বাইডেন। ফলে নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও জো বাইডেনের সম্মুখ লড়াই অনিবার্য। ২০২০ সালে বাইডেনের জন্য ট্রাম্পের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবার সেই অবস্থা হতে চলেছে জো বাইডেনের। কারণ, ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

এপ্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, গতকাল মঙ্গলবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের দৌড়ে একাধিক রাজ্যে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। ১৬টি মার্কিন স্টেটের অধিকাংশেই নিকি হ্যালিকে ধরাশায়ী করেছেন ট্রাম্প। পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে জো বাইডেনকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই দলে। অতএব  ২০২৪-এর নভেম্বরেও বাইডেন ও ট্রাম্পের লড়াই প্রায় নিশ্চিত। এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ।