দেরাদুন, ১৬ মে – উত্তরাখণ্ডে দাবানল নিয়ন্ত্রণে সরকারের গড়িমসিতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। রাজ্যের মুখ্যসচিবকে তলব করেছে শীর্ষ আদালত। শুক্রবার তাঁকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এসভিএন ভাট্টি, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ অসন্তুষ্ট এই কারণেও যে, দাবানল নিয়ন্ত্রণের পরিবর্তে বন দপ্তরের কর্মচারীদের অনেককেই ভোটের ডিউটি দেওয়া হয়েছে। যদিও খোদ নির্বাচন কমিশন ওই কর্মচারীদের ভোটের কাজে অব্যাহতি দিয়েছিল। দাবানল নিয়ন্ত্রণে কেন্দ্র মোটে ৩.১৫ কোটি টাকা বরাদ্দ করাতেও আদালত অসন্তোষ প্রকাশ করেছে।