• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

বিএনপির চে​য়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন তারেক

১৯৮১ সালে চট্টগ্রামে সেনা বিদ্রোহে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে নামেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রয়াত খালেদা জিয়ার পর বিএনপির নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটের আগেই আনুষ্ঠানিক ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন। এর ফলে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর দলটির শীর্ষপদে নেতৃত্বের রদবদল হতে চলেছে।

১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেছিলেন খালেদা জিয়া। আমৃত্যু তিনি ওই পদেই ছিলেন। তাঁর নেতৃত্বেই বিএনপি ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল। গত ৩০ ডিসেম্বর তাঁর প্রয়াণের পর প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির শীর্ষপদে শূন্যতা তৈরি হয়, যা এবার পূরণ করতে চলেছেন তাঁর পুত্র তারেক রহমান।

Advertisement

১৯৮১ সালে চট্টগ্রামে সেনা বিদ্রোহে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে নামেননি। পরে ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হন এবং ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ পদে পৌঁছন। ১৯৮৪ সালের জানুয়ারিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হন এবং কয়েক মাসের মধ্যেই পূর্ণ দায়িত্ব নেন।

Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিনই জুলাই সনদ নিয়ে গণভোটও হবে। মনোনয়ন যাচাই, আপিল, প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া চলবে জানুয়ারি জুড়ে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বিএনপির জন্য রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement