• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এখন থেকে বলসোনারো শুধু তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন এবং কোনও ধরনের ফোন বা অনলাইন যোগাযোগ ব্যবহার করতে পারবেন না।

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিল সেদেশের সুপ্রিম কোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় সোমবার এই আদেশ দেওয়া হয়। বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, ‘আদালতের আদেশ অমান্য করার জন্য বলসোনারোকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একজন অভিযুক্ত ব্যক্তি তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে বিচার ব্যবস্থাকে দুর্বল করতে পারেন না।’ এই ঘটনাপ্রবাহ ব্রাজিলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

৭০ বছর বয়সী বলসোনারো এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা ছাড়তে অনীহা দেখান। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নির্বাচনের ফল মেনে না নিয়ে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছেন। এর আগে আদালত বলসোনারোর গতিবিধি নজরদারিতে রাখতে তাঁর পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে নিষেধ করে। কিন্তু সম্প্রতি রিও ডি জেনিরোতে একটি সমাবেশ চলাকালে বলসোনারোর ঘনিষ্ঠরা তাঁর সঙ্গে ফোনালাপ সরাসরি সম্প্রচার করে আদালতের আদেশ ভঙ্গ করেন।

Advertisement

এই ঘটনার পর বিচারপতি আরও কঠোর ব্যবস্থা নেন। বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দেন তিনি। এখন থেকে বলসোনারো শুধু তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। কোনও ধরনের ফোন বা অনলাইন যোগাযোগ ব্যবহার করতে পারবেন না তিনি। তাঁকে রাজধানী ব্রাসিলিয়ার বাড়িতেই গৃহবন্দি থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা গিয়েছেন। এর আগে বলসোনারোর বিচারকে ‘বিরোধীদের দমন’ বলে আখ্যা দিয়ে ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পাশাপাশি বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছেন তিনি।

Advertisement

Advertisement