বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্রিটেন সরকারের তরফেও নিশ্চিত করা হয়েছে যে এখনই ইউনূসের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা স্টারমারের নেই। তবে এই বিষয়ে ব্রিটেন সরকারের তরফে আর কিছু জানানো হয়নি বলে সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ যে, ব্রিটেনে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে বাংলাদেশে। মুহাম্মদ ইউনূসের ৪ দিনের ব্রিটেন সফরে ইউনূসের অন্যতম লক্ষ্য ছিল, স্টারমারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা এবং পাচার হওয়া টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করা। এই উদ্দেশ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন ইউনূস। কিন্তু এক সংবাদমাধ্যমের দাবি, ইউনূস ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্টারমার এখনও পর্যন্ত সেই সাক্ষাতে রাজি হননি।
ইউনূস ওই সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আমার সঙ্গে ওঁর (স্টারমার) সরাসরি কোনও কথা হয়নি। কিন্তু আমি নিশ্চিত, পাচার হওয়া টাকা বাংলাদেশে ফেরানোর যে চেষ্টা বাংলাদেশ চালাচ্ছে, তাকে উনি সমর্থনই করবেন। কারণ, ওটা চুরির টাকা।’