ফের আমেরিকায় বিমান দুর্ঘটনা। এবার সিঙ্গল ইঞ্জিনের বিমান ভেঙে চারজনের মৃত্যু হল। আমেরিকার ইলিনস প্রদেশে ট্রিলা এলাকার ঘটনা। বিমানটিতে ওই চারজনই ছিলেন। কাউকেই বাঁচানাও সম্ভব হয়নি। ইলিনসের গভর্নর জেবি প্রিটজকার এক সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কোলস কাউন্টিতে বিমান ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। আমার প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে। এই মৃত্যু খুবই দুঃখজনক। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।’
কী থেকে এই দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে। বিমানটি ওড়ার আগে নিরাপত্তাজনিত বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছিল কি না, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমানটি ভেঙে পড়ার সময় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে যায়। সেই কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও ২ জন পুরুষ ছিলেন।
ইলিনস স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গল ইঞ্জিন সেসনা সি১৮০জি এয়ারপ্লেন ট্রিলার কমিউনিটির কাছে ভেঙে পড়েছে। বিমানযাত্রীদের মধ্যে কাউকেই প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল গিয়ে রাস্তা পরিষ্কার করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।