• facebook
  • twitter
Monday, 11 August, 2025

রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেনের খারকিভ, মৃত তিন

শুক্রবার রাতভর এবং শনিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী।

গত শনিবার মধ্যরাতে কিভের পাশাপাশি ইউক্রেনের খারকিভ, মাইকোলাইভ, তেরনোপিলের মতো শহরগুলিতে হামলা চালিয়েছিল রাশিয়া। মোট ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়ায় ড্রোন  হামলা চালিয়েছিল ইউক্রেন। তারই বদলা নিতে শুক্রবার রাতভর এবং শনিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী। ৪০০-র বেশি ড্রোন এবং অন্তত ৪০ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের ৯টি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়ার সেনা।

ইউক্রেনের পূর্ব প্রান্তে খারকিভ শহরে রুশ হানায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। খারকিভের মেয়র ইহর তেরখোভ সমাজমাধ্যমে লেখেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খারকিভ বর্তমানে সবচেয়ে বড় আক্রমণের মুখোমুখি হচ্ছে। রুশ হানায় শহরের ১৩টি বাড়ি এবং ১৮টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত খারকিভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শনিবারের হানায় রুশ বাহিনীর ৪৮টি ড্রোন, দু’টি ক্ষেপণাস্ত্র এবং চারটি বোমা ইউক্রেনের ওই শহরে আছড়ে পড়েছে বলে দাবি করছেন তিনি।

খারকিভের মেয়র জানিয়েছেন, দেড় ঘণ্টার মধ্যে কমপক্ষে ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমানবাহিনী খারকিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি এই হামলার লক্ষ্য ছিল। এই হামলাকে ‘কিভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে মস্কো। এদিকে ইউক্রেন সেনা জানিয়েছে, শুক্রবার রাত থেকে রাশিয়া ২০৬টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের উপর। দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র-সহ মোট ৯টি ক্ষেপণাস্ত্র হামলাও করা হয়েছে ৮৭টি রুশ ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি ইউক্রেন সেনার।

গত শুক্র ও শনিবারের লাগাতার হানার প্রতিশোধ নিতে গত রবিবার রাশিয়ায় ড্রোন হানা চালিয়েছিল ইউক্রেন। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলের মোট পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চলেছিল। ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইউক্রেন সেনা। ওই ঘটনার পর রাশিয়াও জানিয়ে দিয়েছিল, তারা সঠিক সময়ে ইউক্রেনকে জবাব দেবে। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিভে ড্রোনহানা চালায় রুশ সেনা। শনিবার পুতিনের সেনাবাহিনীর টার্গেট ছিল খারকিভ।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। তিন বছরে বার বার যুদ্ধ থামানোর একাধিক চেষ্টা হয়েছে। সরাসরি আলোচনাতেও বসেছেন দুই দেশের কর্তারা। কিন্তু কেউই যুদ্ধের পথ থেকে সরে আসেনি। হামলা, পাল্টা হামলায় একে অপরকে রক্তাক্ত করছে রাশিয়া-ইউক্রেন। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। দু’দেশের সংঘাতের বলি নিষ্পাপ শিশুরাও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিবর্তে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।