• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইমরান খানকে জেলেই খুনের গুঞ্জন

পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়াই রহস্য আরও ঘনীভূত!

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি জেলেই খুন করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিদ্যুৎবেগে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এই গুঞ্জনের সত্যতার বিষয়ে নিশ্চিত নয়। তবে গত দুই বছর ধরে জেলবন্দি থাকা পিটিআই প্রধানের সঙ্গে প্রায় তিন সপ্তাহ যাবৎ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় সেই গুঞ্জনকে অনেকে সত্যি বলেও ভাবতে শুরু করেছেন। বিশেষ করে পরিবারের পক্ষ থেকে সেরকমই দাবি করা হয়েছে। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে জেলের সামনে ধরনায় বসেছেন ইমরানের তিন বোন। বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

প্রসঙ্গত, সরকারি তথ্য অনুসারে, দু’বছরেরও বেশি সময় ধরে ইমরান খান রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন। সম্প্রতি তাঁকে খুনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। ওইসব পোস্টে বলা হচ্ছে, জেলের ভেতরই নাকি ‘খুন’ করা হয়েছে ৭২ বছরের ইমরান খানকে! অথচ পাকিস্তান সরকারের তরফে বা কোনও নির্ভরযোগ্য সংবাদ সংস্থার মাধ্যমে এখনও পর্যন্ত এই দাবির কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন, তাহলে গুঞ্জন এত তীব্র হল কেন?

Advertisement

জানা গিয়েছে, এই গুঞ্জনের সূত্রপাত ঘটে ‘আফগান টাইমস’ নামে এক এক্স হ্যান্ডলের দাবি থেকে। সেখানে প্রথম লেখা হয়, ইমরানকে গোপনে ‘খুন’ করা হয়েছে। তার পরেই আরও কয়েকটি অজানা সূত্র একই দাবি করতে থাকে। কিন্তু কী দেখিয়ে এমন অভিযোগ? এখান থেকেই শুরু রহস্যের পরবর্তী অধ্যায়।

Advertisement

জানা গিয়েছে, ইমরান খানকে এখন রাখা হচ্ছে আলাদা সেলে। এমনকি অন্য কোনও বন্দির সঙ্গেও তাঁর কোনও যোগাযোগ নেই। নিয়ম অনুসারে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু গত সপ্তাহে তাঁর তিন বোন— আলেমা, উজমা এবং নওরিন— আদিয়ালা জেলের সামনে ১০ ঘণ্টা ধরে বসে থেকেও ভাইয়ের সাক্ষাৎ পাননি। অভিযোগ, জেলকর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ইমরানের সাক্ষাৎ তো করায়নি, উল্টে বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধাক্কাধাক্কি করেছে।

এরপর থেকেই গুঞ্জন বাড়তে শুরু করেছে। বুধবার কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের বিক্ষোভের পরও কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ইমরানের বোনেদের অভিযোগ, তিন সপ্তাহ ধরে তাঁরা ভাইয়ের মুখ দেখেননি। তাঁদের প্রশ্ন, ‘যদি তিনি সুস্থ ও বেঁচে থাকেন, তাহলে দেখা করতে বাধা দিচ্ছে কেন জেল কর্তৃপক্ষ?’

প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি ও দুর্নীতির একাধিক ধারায় মামলা চলছে। সেই মামলায় তিনি দু’বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। আগে থেকেই তাঁর পরিবার ও দলের দাবি ছিল, ইমরানকে অমানবিক অবস্থায়, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছিল। ইচ্ছে করেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও অভিযোগ করা হয়েছিল।

এই অবস্থায় সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে। প্রশ্ন উঠছে, এই পোস্টগুলি কি নিছকই গুজব? নাকি সত্যিই লুকিয়ে রাখা হচ্ছে কোনও গুরুতর তথ্য? এ ব্যাপারে পাকিস্তান সরকার বা জেল কর্তৃপক্ষ কেউই মুখ খুলছে না। ফলে প্রশ্নটা আরও জোরালো— ইমরান খান কি সত্যিই বিপদের মুখে? নাকি গুঞ্জনের আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রাজনৈতিক হিসেব-নিকেশ? উত্তর পেতে অপেক্ষা করে আছে গোটা উপমহাদেশ।

Advertisement