• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাজা নিয়ে শান্তি প্রস্তাবের আগে পুতিন-নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ

নেতানিয়াহুর অফিস সূত্রে খবর, পুতিনই এই ফোন করেন। সম্প্রতি তাঁরা নিয়মিত কথা বলতেন বলে খবর

প্রতিনিধিত্বমূলক চিত্র

সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট। গাজায় শান্তির ফেরাতে ভোটাভুটি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই ভোটাভুটি হবে বলে খবর। তার ঠিক আগেই টেলিফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে দুই দেশ।

নেতানিয়াহুর অফিস সূত্রে খবর, পুতিনই এই ফোন করেন। সম্প্রতি তাঁরা নিয়মিত কথা বলতেন বলে খবর। তবে এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কী কী কথা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে রাশিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, গাজা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার স্থিতাবস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়েও কথা হয়েছে বলে খবর।

Advertisement

বৃহস্পতিবার রাশিয়া রাষ্ট্রসংঘে গাজায় শান্তি ফেরানো নিয়ে প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানিয়ে এই প্রস্তাব পেশ করে মস্কো। সূত্রের খবর, ট্রাম্পের শান্তি প্রস্তাবে রয়েছে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন। এর ফলে গাজায় ইজরায়েলের হাতেই নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করা হচ্ছে। আর এই প্রস্তাবকেই চ্যালেঞ্জ জানিয়েছেন পুতিন। যদিও মার্কিন নিরাপত্তা সচিব মার্কো রুবিওর আশা, ট্রাম্পের প্রস্তাবই গৃহীত হবে। এখন দেখার, সোমবার কী হয়। তার আগেই পুতিন-নেতানিয়াহু কথোপকথনকে তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement

উল্লেখ্য, মিশরের শর্ম-আল-শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা-সহ ২০টির বেশি দেশের নেতারা। হামাস-ইজরায়েল দ্বন্দ্বের সমাপ্তির দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব।

Advertisement